চট্টগ্রামে এখন করোনার প্রকোপ অনেকটা কমে এসেছে। এখন শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু। প্রায় প্রতিদিনই সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। ঘটছে মৃত্যুর ঘটনাও। সর্বশেষ গত দুই দিনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজন রোগীর মৃত্যু হয়। ফলে বাড়ছে শঙ্কা, আতঙ্ক।
জানা যায়, গত দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন দুই জন রোগী মারা যান। এর মধ্যে বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাদ্দাম হোসেন আলকাদেরি (৩৪)। তাছাড়া গত মঙ্গলবার সকালে মৃত্যু হয় চট্টগ্রাম নগরের বাসিন্দা আইটি শিক্ষক মেহরাজুল হকের পাঁচ বছর বয়সী শিশু ইউসরা।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বলেন, গত কিছু দিন ধরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে এর মধ্যে শিশু রোগীর সংখ্যাটা একটু বেশি। মঙ্গলবার ও বুধবার দুইজনের মৃত্যু হওয়া দুইজনই ডেঙ্গু পজেটিভ ছিল।
বিডি প্রতিদিন/এএম