চট্টগ্রাম নগরীতে একটি বস্তিতে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৩টি কাঁচাঘর পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা দেখে স্ট্রোক করে আবদুল জলিল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাংকি এলাকার এসআরবি কলোনীতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন বলেন, ভোর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌছায়। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির ২২ জন মালিকের ৩৩টি কাঁচাঘর পুড়ে গেছে। এতে করে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। আগুনের ভয়বহতা দেখে স্ট্রোক করেন আবদুল জলিল নামে বস্তির এক বাসিন্দা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম