ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে আরও ৬১৩ জন রোহিঙ্গাকে। শনিবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর তিনটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শুক্রবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের চট্টগ্রাম আনা হয়। রাতে তাদের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী তাবুতে রাখা হয়। সকালে তাদের নিয়ে নৌবাহিনীর তিনটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে রোহিঙ্গাদের নিয়ে জাহাজ ভাসানচরে গিয়ে পৌঁঁছে।
বিডি প্রতিদিন/এএম