বেপরোয়া গতিতে গাড়ি চলানোর অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, কিশোর গাড়িচালক ও তার কিশোর বন্ধুরা বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নেভাল ওয়েস্ট পয়েন্ট এলাকায় বেপরোয়া গতিতে ছুটছিল ছয় বন্ধু। ট্রাফিক পুলিশের পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। গাড়িচালক কিশোর ও তার বন্ধুদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম