চট্টগ্রাম নগরীর একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার একে খান বাড়ির একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিএমপি’র উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি পরিত্যক্ত পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশটি প্রায় গলে গেছে। তার পরণে ছিল একটি ট্রি শার্ট ও পেটিকোড। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘এরই মধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ পরিচয় এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ একটি টিম।’
বিডি প্রতিদিন/এএম