চট্টগ্রাম আদালত ভবন এলাকাকে ‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না- সেই আদেশ বহাল রেখেছেন আদালত। রবিবার চট্টগ্রাম সদর প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ দেন।
মামলার বাদী অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বলেন, কোর্ট হিলকে পরীর পাহাড় না লিখতে আদালতের নির্দেশ বহাল রেখেছেন।এরআগে একই আদালত কোর্ট হিলকে পরীর পাহাড় বলা বা লেখা যাবে না বলে অন্তবর্তীকালীন আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আদালত ভবন এলাকার নাম ‘কোর্ট হিল’ না ‘পরীর পাহাড়’ হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন। মামলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, সহকারী কমিশনার ভূমি বাকলিয়া আতিকুর রহমানকে পক্ষ করা হয়।
বিডি প্রতিদিন/এএম