চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফের (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, সীতাকুন্ড ভাটিয়ারি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম