হালদা নদীতে অভিযান পরিচালনা করে দুইটি ইঞ্জিনচালিত নৌকা আটক এবং দুই নৌকার মালিককে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম।
জানা যায়, নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু বোঝাই করছিল। খবর পেয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিনচালিত দুটি নৌকা দুটি জব্দ করে এবং নৌকার মালিকদের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকর যে কোনো বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। তাই অভিযান পরিচালনা করে দুটি নৌকা জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। হালদা নদী রক্ষার স্বার্থে অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএম