জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের এক সাব রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক অফিস সহকারীর স্ত্রীর সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ওই নারীর নাম খুরশীদ জাহান। রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত খুরশীদ জাহান চট্টগ্রামের সদর সাব রেডিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারি নুরুল আলমের স্ত্রী।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, অবৈধ ভাবে ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুরশীদ জাহানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে অর্জন করা ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত।
জানা যায়, ২০০৯ সালে জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নুরুল আলম ও খুরশীদ জাহানের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করে দুদক। অভিযোগ প্রমাণে দুদকের পক্ষে মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিচার চলাকালেই মারা যান নুরুল আলম। পরে তাকে বিচার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি খুরশীদ জাহানকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম