চট্টগ্রামে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে চন্দনাইশ থানার পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রুহুল আমিন (৫৪) ও সিআর পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মালেক।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত শনিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম