চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী হত্যা মামলার একমাত্র আসামি রিপন নাথের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার এ আদেশ দেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া।
আদালতের বেঞ্চ সহকারি ওমর ফুয়াদ বলেন, অমিত হত্যা মামলায় রিপন নাথকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৫ মার্চ এ মামলার সাক্ষ্যের দিন ধার্য রাখা হয়েছে। মামলায় ২৮ জনকে সাক্ষী করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে অমিতকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেন রিপন। এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ। ২০১৯ সালের ১১ জুনের ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল রিপন নাথ। ২০২০ সালের ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিডি প্রতিদিন/এএম