চট্টগ্রামে কথা কাটাকাটির জের ধরে বাবুর্চির ছুরিকাঘাতে খুন হয়েছেন এসএম মঈন উদ্দিন তন্ময় নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহার রিচিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তন্ময় একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন।
সিএমপি’র খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, একটি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা লালখানবাজার এলাকার হাইপেরিয়ন ভবনের একটি বাসায় ভাড়ায় থাকতেন। ওই বাসায় বাবুর্চির কাজ করত রিচিল। সোমবার বিকেলে কথা কাটাকাটির জের ধরে তন্ময়কে ছুরিকাঘাত করেন রিচিল। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিচিলকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম