চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কুরুস্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন মৃত কালু মিয়ার সন্তান। তিনি বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরীর সমর্থক বলে জানা যায়।
সাতকানিয়া থানায় অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, ধর্মপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় কোনো মামলা বা কেউ আটক হয়নি।
বিডি প্রতিদিন/এএম