লেখাপড়া করেছেন এসএসসি পর্যন্ত। কিন্তু পেশা তিনি চিকিৎসক! দিব্যি খুলে বসেছেন চেম্বার। চিকিৎসা করেন জটিল সব রোগে। শুধু কি তাই ? রোগীদের অস্ত্রোপচারও করেন নিয়মিত। এভাবেই চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসিদিঘীর পাড় এলাকায় চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল জালাল হোসেন নামে ভুয়া এক ‘চিকিৎসক’। অবশেষে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন কথিত এ চিকিৎসক। সোমবার রাতে নগরীর কলসিদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, জালাল ‘আর কে ড্রাগ হাউজ’ নামে একটি চেম্বারে বসে চিকিৎসক সেজে সাধারণ লোকজনের সাথে প্রচারণা করে আসছিল। নিজেকে চিকিৎসক দাবি করে প্যাড ও সিল তৈরি করেছে। যাতে সাধারণ লোকজনকে চিকিৎসাপত্র দিতে। চিকিৎসাপত্র দেয়া ছাড়াও অস্ত্রোপচারও করতে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম