চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় মোট দুইজনের মৃত্যু হয়েছে। নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে ওই দুইজনের মৃত্যু হয়।
সোমবার বাজালিয়ায় দুই নম্বর ওয়ার্ডে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. আব্দুর শুক্কুর (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মো. শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। একপর্যায়ে শুক্কুর গুলিবিদ্ধ হলে তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এর আগে সোমবার সকালে নলুয়া ইউনিয়নে নৌকার সমর্থিত প্রার্থী লেয়াকত আলীর সমর্থকদের দায়ের কোপে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। সোমবার ৭ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের দিন দুপুর ১২টায় উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
নিহত তাসিব এলাকার জসিম উদ্দীনের ছেলে ও ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমানের ভাতিজা। সে উপজেলার মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহোরা বলেন, ‘নির্বাচনী সহিংসতায় নলুয়া এবং বাজালিয়ায় দুই জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
সূত্র : চট্টগ্রাম প্রতিদিন
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত/ফারজানা