ফ্লাইওভারে ছিনতাই করে এমন চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মোবারক হোসেন, হারুন উর রশিদ অরুন, মহিউদ্দিন শাকিল এবং মো. রিদোয়ান। অভিযানে তাদের কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি সিএনজি টেক্সি, ছিনতাই করা অর্থ উদ্ধার করা হয়। সোমবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, রবিবার ভোরে সুমন নামে যুবক আকতারুজ্জামান ফ্লাইওভারে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনা তদন্ত করতে গিয়ে ছিনতাই চক্রের সন্ধান মেলে। সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারি। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম