চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন সাক্ষাৎ করেছেন।
সোমবার দুপুরে টাইগারপাস অস্থায়ী নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় সহকারী হাইকমিশনার নগর ভবনে আসলে মেয়র তাকে অভ্যর্থনা জানান।
চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় জনগণ ও সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক ভ্রাতৃপ্রতীম সম্পর্ক দিনদিন নবতর উচ্চতায় উপনীত হচ্ছে। ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশী নয়, বিশ্বস্ত বন্ধুও বটে। দু’দেশের সু-সম্পর্কের বন্ধন হৃদয়ের গভীরে প্রোথিত। আবহমানকাল থেকে চট্টগ্রাম আন্দোলন-সংগ্রাম ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী স্থান। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় সংস্কৃতিসহ যাবতীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে।
ভারতের নবনিযুক্ত সহকারী হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেই। দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন বিশেষ করে কোভিড ভ্যাক্সিনেশনসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। চট্টগ্রামের সঙ্গে সংযোগ বৃদ্ধি দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও জনগণের প্রতি ভালোবাসার ভূঁয়শী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন