চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১২ জন। যা নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমনের হার ৯ দশমিক ০৬ শতাংশ। শনিবার চট্টগ্রা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
তাদের মধ্যে নতুন আক্রান্ত ৭ জন মহানগর এলাকার, ৫ জন জেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ৩৬৪ জন এবং উপজেলায় ৩৫ হাজার ৫১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিডি প্রতিদিন/এএম