শিক্ষকের মারধরের শিকার হয়ে মাদ্রাসা থেকে পালানো ছাত্র রফিকুল ইসলামকে নগরীর একটি কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর কাঠগড় এলাকার একটি আইসক্রিম কারখানা থেকে তাকে উদ্ধার করা হয়।
রফিকুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হারমাইন তাজফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর মারধরের শিকার হয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
হাটহাজারী থানার এসআই প্রদীপ চন্দ্র দে বলেন, গত ১৩ অক্টোবর মারধরের শিকার হয়ে পালিয়ে যায় ওই ছাত্র। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। শুক্রবার রাতে নগরীর একটি আইসক্রিম কারখানায় তার সন্ধান মিলে। পরে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম