চট্টগ্রামে গাঁজা পাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ইমরুল কায়েস নামে এক ট্রেন পরিচালককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিবি’র উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গাঁজা পাচারের অভিযোগে ইমরুল কাসেমকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান এনে নগরীতে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন।
তিনি বলেন, শনিবার নগরীর রিয়াজুদ্দীন বাজার এলাকা থেকে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরুল কায়সকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক