ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে অতি ভারি বৃষ্টির শঙ্কা করা হচ্ছে। তাই চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, ‘ভারি বৃদ্ধি কারণে পাহাড় ধসের সতর্কবার্তা জারির পর সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এরইমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও হতে পারে ভূমিধস।
বিডি প্রতিদিন/এএম