ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতের পর বঙ্গোপসাগরের সীতাকুণ্ড উপকূল থেকে তিন মাসের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপকূলের সীতাকুণ্ডের কদমরসুল এলাকার আছোয়া শিপ ইয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ভেসে আসা তিন মাসের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার জন্য শেষে গাউসিয়া কমিটির সহায়তায় লাশটি দাফন হবে।
ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে শিশুটি ভেসে যায়। পরে জলোচ্ছ্বাসের কারণে তা উপকূলে চলে আসে।
বিডি প্রতিদিন/এমআই