চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মোরশেদ আলম বাবু, মো. জিসান, মো. ফরহাদ এবং মো. জুয়েল। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, দালাল চক্রের সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। তাদের বিরুদ্ধে রোগীদের বিভিন্নভাবে হয়রানি অভিযোগ রয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে। পরে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম