সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জোয়ারে পানি থেকে আসবাবপত্র সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন নামে এক যুবক নিহত আহত হয়েছেন। আহত হয়েছেন তার পরিবারের আরো তিন সদস্য। তারা হলেন- মো সালাউদ্দিন, রাশেদা বেগম এবং মো সাদ্দাম। সোমবার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানি বাড়িতে প্রবেশ করে। এতে সবাই মিলে ঘরের আসবাবপত্র সরানোর চেষ্টা করছিল। এসময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। সবাইকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
বিডি প্রতিদিন/এএম