চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জয় বড়ুয়া, মো. সোহেল, মো জুনায়েদ, বাচ্ছু ওরফে বুলেট, শহীদ হাওলাদার, মো রাসেল, মোজাকির এবং মনির হোসেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) গভীর রাতে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুরাতন রেলওয়ে স্টেশনের গ্রামীণ মাঠের গণশৌচাগারের পাশে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, অভিযানে ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫টি ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ