ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. উমরাজ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আরো ১০ বাস যাত্রী আহত হয়েছেন। রবিবার সকালে মহাসড়কের সীতাকুণ্ড অংশের ওয়াহেদপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, মহাসড়কে কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের ১০ যাত্রী। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম