প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যবসায়ীর নাম আবুল কালাম হাবিব। রবিবার তাকে জেলার সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হাবিবের বিরুদ্ধে ১২টি প্রতারণা মামলা রয়েছে। যার মধ্যে ৮টি মামলায় সাজা হয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই পাপেল রায় বলেন, হাবিবের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি প্রতারণা ও আত্মসাত মামলা রয়েছে। যার মধ্যে ৮টি মামলায় সাজা হয়েছে। সব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত তিন বছর ধরে তিনি পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম