চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মহাসড়কের চন্দনাইশ অংশের গাছবাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ একই উপজেলার ইয়াকুব আলীর ছেলে।
চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে একটি ঝোপের ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে আরিফের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় ভাড়াটিয়া আব্দুল আজিজের কাছ থেকে পাওনা টাকা আনতে যায় আরিফ। এর পর থেকে নিখোঁজ হন তিনি। পরে ছোট ভাই মো. হামিদ চন্দনাইশ থানায় একটি নিখোঁজ জিডি করেন।
বিডি প্রতিদিন/হিমেল