চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে শের আলী নামে সাবেক এক ইউপি সদস্যকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় এ অভিযান চালানো হয়। শের আলী একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পাহাড় কাটার খবর পেয়ে পুঁইছড়ি ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পাহাড় কাটার সাথে সাবেক ইউপি সদস্য শের আলীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম