চট্টগ্রামে সাপের কামড়া তানজিনা আকতার নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বোয়ালখালী উপজেলার শাকপুর এলাকা এ ঘটনা ঘটে। তানজিনা স্থানীয় শাকপুর এ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তাই অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এএম