চট্টগ্রাম পিকআপ ভ্যানের ধাক্কায় কুলসুমা আকতার সুমাইয়া নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার দুপুরে মীরসরাই উপজেলার মস্তানগর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া একই এলাকার হাজিশ^রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জোরারগঞ্জ থানার এসআই আবুল খায়ের বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান ওই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ওই পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বিডি প্রতিদিন/এএম