চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান পৌরসভার নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন জনকে আটক করেছে প্রশাসন। তারা হলেন- মোরশেদুল ইসলাম, মো কাউসার এবং সালাউদ্দিন মন্ডল। বুধবার সকালে তাদের আটক করা হয়। পরে তাদের জরিমানা করা হয়।
দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, ভোটকেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির চেষ্টায় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম