টিকটকের সূত্র ধরে দুই বন্ধুর সাথে ত্রিভুজ প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এক কিশোরী। ওই প্রেমের সূত্র ধরেই বিরোধে জড়িয়ে পড়েন তারা। এর জের ধরে একে অন্যেও বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে। এক পর্যায়ে মো. সাকিব ছুরিকাঘাত করে হত্যা করে রাকিবুল ইসলামকে। এ খুনের সাথে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার হওয়া সাকিব ও তার বন্ধু গোলাম কাদের পুলিশি জিজ্ঞাসাবাদে এ তথ্য দেয়।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, সাকিবের সাথে ১৬ বছরের কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সেই কিশোরের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্ক ও ফেসবুক, ম্যাসেঞ্জারে নানা ধরনের এসএমএস কথা হতো রাকিবুল। যার কারণে পূর্বপরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়। খুনের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সাকিবের তথ্যের ভিত্তিতে চন্দনাইশ থানা এলাকা থেকে খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, হৃদয়, সাকিব ও রাকিবুল তিনজনই বন্ধু। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় তারা টিকটক করত। তাদের নির্দিষ্ট পেশা ছিল না। তারা পরিবারের অবাধ্য সন্তান।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে বাকলিয়া থানার ঘাটকূল এলাকায় গত সোমবার ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম খুন হয়েছে। খুনের পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে এ খুনের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এএম