চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ব্রয়লার এভিনিউ কলোনি থেকে ৩৫ কেজি গাঁজাসহ মো. রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে স্থানীয় আবুল কালামের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ব্রয়লার এভিনিউ কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে মো. রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ৩টি বস্তা থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাসেল কুমিল্লা থেকে পাইকারি দরে গাঁজা কিনে নগরের বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রি করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম