কক্সবাজারের সিএনজিচালক রাসেল আজম বাহাদুর হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন ইয়াছিন আরাফাত এবং মো. কাজল। গত শনিবার রাতে হাটহাজারীর চিকনদন্ডী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বাহাদুরকে খুনের পর দুই আসামি আত্মগোপন করে। ঘটনার পর ছায়াতদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হাটহাজারীতে অভিযান চালিয়ে ইয়াছিন এবং কাজলকে গ্রেফতার করা হয়।
তাদের কক্সবাজার পুলিশের কাছে সোপর্দ করা হয়। উল্লেখ্য, কথা কাটাকাটির জের ধরে গত ১৩ অক্টোবর কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকায় বাহুদুরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন গ্রেফতারকৃতরা।
বিডি-প্রতিদিন/শফিক