দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে চারটি অভিযান চালিয়ে চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার রাতে নদীর হাটহাজারী অংশের উত্তর মার্দাশা এবং রাউজান অংশের খলিফাগোনায় এ অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এসময় ৫৫ হাজার টাকা জরিমানা জব্দ করা হয়। হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীব বৈচিত্র্য রক্ষায় চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম