৩ ডিসেম্বর, ২০২২ ১৮:৩৫

চট্টগ্রামে বিদ্যুৎ বিভাগের গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে বিদ্যুৎ বিভাগের গণশুনানি অনুষ্ঠিত

‘দেশের উন্নয়নের জন্য সরকার বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়েছেন। তাই দেশের প্রতিটা প্রান্তে পৌছে গেছে বিদ্যুৎ। প্রতিটা গ্রাহকে নিরিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।’ এ কথা বলেছেন বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো: আক্কাস আলী। শনিবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত অংশীজনের অংগ্রহণে সভা এবং গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

গণশুনানিতে উপস্থিত ছিলেন গণপুর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কায়কোবাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অঞ্জন কুমার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী অঞ্জন কুমার, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ জেনারেল ম্যানেজার মো সরোয়ার জাহান, ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউটের সেক্রেটারি এস এম শহিদুল আলম প্রমুখ। এছাড়া সভায় চট্টগওাম বিভাগের বৈদ্যুতিক ঠিকাদার, বৈদ্যুতিক সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান, মধ্যম ও উচ্চ চাপের বৈদ্যুতিক গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর