চট্টগ্রামের রাঙ্গুনীয়ার দুই ভাইকে খুনে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফু এবং মোরশেদুল আলম। মঙ্গলবার রাতে নগরীর বন্দর থানাধীন নিমতল এবং গোসাইলডাঙায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, গত ১৬ ডিসেম্বর দুই ভাই জয়নাল উদ্দিন এবং কামাল হোসেনকে খুনের পর আত্মগোপন করেন অভিযুক্তরা। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানাধীন নিমতল এলাকা থেকে সাইফুকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মোরশেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
প্রঙ্গসত, গত ১৬ ডিসেম্বর রাঙ্গুনীয়া উপজেলার পদুয়া এলাকায় কর্তাকর্তির জের ধরে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয় জয়নাল এবং কামালকে। এ ঘটনায় নিহতদের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করা হয়।
বিডি প্রতিদিন/এএম