চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার ধর্মপুর ইউনিয়নের কমিটি হাট এলাকায় পুকুরে ডুবে আয়েশা সিদ্দিকা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আয়েশা স্থানীয় মো. ইউসুফের কন্যা। বৃহস্পতিবার কমিটি হাট খুইল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক বলেন, খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম