চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে মোরশেদ আলম (৪০) নামে এক দালালকে গ্রেফতার করেছে পুুলিশ।
শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। মোরশেদ আলম রাঙ্গুনিয়ার উত্তরপাড়া কাঁঠালি শিকদার বাড়ির মোহাম্মদ মনজুর আলমের ছেলে।
চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, শুক্রবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে মোরশেদ আলম নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত