খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছে চট্টগ্রামের প্রশাসন। নগরীর ১৬ থানা এলাকায় চেকপোস্ট ও টহল বৃদ্ধির পাশাপাশি গির্জাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বড়দিনকে ঘিরে নগরীর অভিজাত হোটেল এবং রেস্টুরেন্টগুলোও সাজানো হয়েছে বর্ণিল সাজে।
সিএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার পংকজ দত্ত বলেন, বড়দিন উপলক্ষে সিএমপি নিরাপত্তা জোরদার করেছে। প্রত্যেক থানা এলাকায় টহল জোরদারের পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে চেকপোস্ট। গির্জার নিরাপত্তা নিশ্চিতে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
জানা যায়, বড় দিন উপলক্ষে নাশকতার কোনো হুমকি না থাকলেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে চট্টগ্রামের প্রশাসন। নিয়মিত সদস্যদের পাশাপাশি মির্জা এবং গুরুত্বপূর্ণস্থানে থাকবে সাদা পোশাকের পুলিশ সদস্য। এছাড়া দেশী বিদেশী অতিথিদের বরণ করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীর অভিজাত হোটেল এবং রেস্তোরাগুলো।
বিডি প্রতিদিন/হিমেল