আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির চার নেতাকে স্বপদে বহাল রেখেছেন কাউন্সিলররা। এছাড়া এক নেতাকে পদোন্নতি দেয়া হয়েছে।
শনিবার বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের কাউন্সিলরদের অনুমতি নিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা এসব নাম ঘোষণা করেন।
স্বপদে বহাল থাকা নেতারা হলেন প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি। এই চার নেতা নতুন কমিটিতে একই পদে দায়িত্ব পালন করবেন।
এছাড়া আগের কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে পদোন্নতি দিয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
অন্যদিকে, সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন ও শিক্ষাবীদ ড. প্রণব কুমার বড়ুয়াকে উপদেষ্টা পরিষদে বহাল রাখা হয়েছে। একইসাথে কক্সবাজার জেলা থেকে সিরাজুল ইসলাম মোস্তফাকে ধর্ম বিষয়ক সম্পাদক পদে বহাল রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত