চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গাছের ঢাল কাটতে গিয়ে নুরুল আবছার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হওয়ার পর থেকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। শনিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর টেরিবাজারে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, আবছারের চিকিৎসার জন্য তারা ব্যবসায়ী সমিতি থেকে টাকা তুলে দিয়েছিলেন। কিন্তু তাকে আর বাঁচানো গেলো না। নিহত আবছার সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের আহমদ কবিরের পুত্র।
বিডি প্রতিদিন/এএম