চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় একটি পাঁচতলা ভবনে রংয়ের কাজ করতে গিয়ে সম্রাট (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে শীতলপুরের কেশবপুর গ্রামে কর্ণফুলী বিল্ডিং নামের ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্রাটের বিস্তারিত জানা যায়নি।
ভবনটির কাজের ঠিকাদারিতে নিয়োজিত মোহাম্মদ ইলিয়াস জানান, পাঁচতলা ভবনের বাইরে রংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ অসাবধানতাবশত সম্রাট নামের ওই শ্রমিক নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরা ভাসমান শ্রমিক হওয়ায় বিস্তারিত নাম ঠিকানা আমাদের জানার প্রয়োজন হয় না। তবে নিহতের ঠিকানা বের করে পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম