চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও সাতকানিয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক যুবকের মৃত্যু হয়েছে। দুটি দুর্ঘটনাতেই অটোরিকশা দুইজনকে ধাক্কা দিলে দুইজন মারা যান। রবিবার সাতকানিয়ায় ও ১৯ ডিসেম্বর রাঙ্গুনিয়ায় দুটি দুর্ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী জানান, গত ১৯ ডিসেম্বর রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা জাহানারা বেগম (৭৪) নামের এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। এরপর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার চিকিৎসা চলছিলো। শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে সেখানেই তার মৃত্যু হয়। নিহত জাহানারা রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার মৃত মুজিবুল ইসলামের স্ত্রী। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া বৃদ্ধার দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি মিলকী।
এদিকে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানিয়েছেন, সকাল ৯টার দিকে সাতকানিয়া-বাঁশখালী সড়কের ডলু ব্রিজের পূর্ব পাশে একটি অটোরিকশার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আবু সৈয়দ (৩৫) নামে এক যুবক মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সৈয়দ রামুর গর্জনিয়া মাঝিপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে।
বিডি প্রতিদিন/এএম