চট্টগ্রামে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ টিকটকারকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন রুয়েল আহমেদ, মো. অনিক এবং ইমন মিয়া। রবিবার রাতে নগরীর পতেঙ্গা থানাধীন কাটঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রীকে।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, টিকটকের সুত্র ধরে রুয়েলের সাথে পরিচয় হয় চট্টগ্রামের ভুজপুর থানা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে। এক পর্যায়ে রুয়েল প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতে থাকে ওই ছাত্রীকে। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় গত ৪ জানুয়ারী স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে রুয়েল ও আরো দুই টিকটকার। পরে তাকে পতেঙ্গা এলাকার একটি ভাড়া বাসায় রাখা হয়। এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর পরিবার ভুজপুর এলাকায় মামলা দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে র্যাব। রবিবার রাতে পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। গ্রেফতার করা হয় তিনজনকে। অপহরণকারীদের ভুজপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল