চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় নুপুর মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের বিপরীতে অবস্থিত মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
কী কারণে আগুন লেগেছে সেটা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ।
তিনি বলেন, বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। নুপুর মার্কেটের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ