বীর মুক্তযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার মিরসরাই মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জন্মদিনের কেক কাটা হয়। এসময় তাকে ‘চট্টলমিত্র’ উপাধিতে ভূষিত করা হয়। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন হয়নি। জেনারেল ওসমানী সাহেব যাদের চেয়েছেন তাদের মূল্যায়িত করা হয়েছে। যারা খেতাব পেয়েছে, তাদের অনেকে যুদ্ধ করেননি। জিয়াউর রহমানও যুদ্ধ করেননি।’
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মাহবুব রহমান রুহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও নগর আওয়ামী লীগের সহসভাপতি বদিউল আলম প্রমুখ।