চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, 'সরকার উৎখাতের জন্য আন্দোলনের নামে নাশকতা অরাজকতা করে, দেশকে অস্থিতিশীল করতে চায় কিছুপক্ষ। আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তারা। এটার কোনো সুযোগ নেই। আন্দোলনের নামে নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনও মূল্যে রাজপথে প্রতিহত করা হবে।’
রবিবার সকালে নগরের একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের একমাত্র উদ্দেশ্য হলো জনগণকে জিম্মি করে জাতীয় অস্তিত্ব, স্বাধীনতা, গণতন্ত্রকে নসাৎ করা। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে এদেশকে একাত্তরের পূর্ববর্তী অবস্থায় ফেরানোর চেষ্টা কখনও সফল হবে না।’
সম্পাদকমন্ডলীর সভায় নগর কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বদিউল আলম, আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমেদ, মাহবুবুল হক মিয়া, জালাল উদ্দীন ইকবাল, ইঞ্জিনিয়ার মানস রক্ষিক, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আব্দুল আহাদ, আবু তাহের, হাজী শহিদুল আলম ও জহর লাল হাজারী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম