মৃত্যুপথযাত্রী কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিস বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী । একই সঙ্গে প্রতিবাদকারীদের ওপর আইন প্রয়োগকারী সংস্থার হামলাও ন্যাক্কারজনক। অবিলম্বে বর্ধিত ফি’র সিদ্ধান্ত প্রত্যাহার এবং হামলার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে সংঠনটি।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সহ-সভাপতি এম নাসিরুল হক, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান এ বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মৃত্যুপথ যাত্রী কিডনিরোগীদের ডায়ালিসিস একটি অত্যন্ত মানবিক ও জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা। কিডনি মানবদেহের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি বিকল হলে শরীর ফোলা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, খিঁচুনি, দুর্বলতা, রক্তশূন্যতাসহ নানা উপসর্গ দেখা দেয়। কিন্তু কিডনি রোগীরা নিয়মিত ডায়ালাইসিস করতে না পারলে মৃত্যবরণও করে। যখন দরিদ্র রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে (চমেক) কম মূল্যে কিডনি ডায়ালিসিস করতে পারে না। সেখানে কিডনি ডায়ালিসিসের মূল্য এক লাফে ৫-৭ গুনবৃদ্ধি করা কোনো সুস্থ ও শুভ বৃদ্ধিসম্পন্ন মানুষের কাজ হতে পারে না।
বিডি প্রতিদিন/এএম